দিব্যি কাব্যিতে সুবর্ণা ঘোষ
একা শহর ও আমি
চাঁদ পোহানোর শেষে রাত ফিরে আসে
ঠান্ডা বুকের কাছে।
শীতের শহর বরাবরই ভালোবাসতে ভয় পায়।
কুয়াশাকে বালিশ দিয়ে গুন করে
গুন ফল শূন্যই আসছে বারবার।
জোনাক জ্বলা সন্ধ্যে নামছে বন-তুলসীর চিবুক বেয়ে,
কোথায় শুরু কোথায় শেষ
হিসেব গুলিয়ে যাচ্ছে ।
জড়তা কাটলেই
আদরেরা পালিয়ে যায়
অন্য কারোর ঘরে।
পাতা ঝরার দিন এগিয়ে আসছে…
শ্যাওলা রঙের তোরঙ্গে
যত্ন করে তুলে রাখছি মেঘ-দুপুর,
কপালের পারদ ঠান্ডা হয়ে যাচ্ছে
শুধু
যত্নের অভাবে।
দু-হাতে উপচে পড়া
আদর মাখতে মাখতে
তুমিও ঘুমিয়ে পোড়ো
আমার ভালো থাকা হয়ে।