সম্পর্ক
-সেজদা, আমাকে কুড়িহাজার টাকা দিতে হবে।আমার খুব প্রয়োজন।
– কুড়ি হাজার পারব না, পাঁচ হাজার দেব।পরে আবার দেব রে।আমি তো মাসিক দশ হাজারের মনসবদার।তাছাড়া জমি জায়গা তো তোদের হাতেই আছে।
– তাহলে দিতে হবে না।আমিও দেখব কী করে তুমি কাজ কর।আমি এ গ্রামের লিডার।আমি প্রয়োজনে অনেক কিছু করতে পারি।
– তুই এত পাল্টে গেছিস ভাই।আগে তো এমন রূপ দেখি নি।
– পাল্টে যাওয়ায় যুগের ধর্ম, বুঝল।
মুহূর্তে ভাইয়ের প্রতি বিশ্বাসটা ভেঙে আকাশের গায়ে কালো ছোপ ধরায়।মনে বিষন্ন সংগীত মাথাচাড়া দিয়ে ওঠে।পলে পলে বুকের ভিতর বাল্যবেলা মোচড় দেয়।একসঙ্গে শোয়া,খাওয়া,হাসা সব ভেসে যায় বিষয়ের বিষে।