ইউটোপিয়ার দেশে শাখে শাখে ফুটে রয়েছে মানবিকতার ফুল,তাদের রঙ কখনও গাঢ় লাল, কখনও হলুদ, কখনও গোলাপী।সন্ন্যাসী সময় কাটিয়ে দেবার জন্য প্রেমের দেবতা কিউপিড সেখানে বসন্তের তীর ছোঁড়ে। হারিয়ে দেয় সব ঘৃণা, হিংসা, দ্বেষ, অনুরাগের বাসাগুলো ভিজতে থাকে মুক্তো দানা জলে, হ্যালোজেনের তীব্র আলোয় ভেসে যায় পৌরাণিক অক্ষর, দিগন্তের মলাটে তখন ফুসিয়া পিঙ্ক লেপটে থাকে, বন্য স্ট্রবেরীর মতো ভালোবাসার চেতনা উদ্দামতা ছড়িয়ে দেয়………শরীরে শরীরে অনুরণন; প্রকৃতির স্লাইডে তখন বেজে চলেছে কর্ডোফোন।কল্পনার ভেলায় তখন মেঘবালিকারা জলকেলি করে আশমানী নীলে, সাতরঙা রঙধনু হৃদয়ে ছুঁইয়ে দেয় অমরকাব্য …….সব ভালোর দেশে আলোর তরঙ্গ খেলে যায় ,উঠোনে তখন গড়ে উঠছে নুড়িপাথরের শিল্প ।যৌথ খামারের স্বপ্নে তখন নেশা লাগে চোখে, মনে , শিরায় উপশিরায়……… একদিন , কোনো একদিন আকাশের বুকে পাখী হয়ে স্বপ্ন মেখে নেবো ডানায়, ঠোঁটে , রোমকূপে………