ক্যাফে কাব্যে সন্দীপ গাঙ্গুলী

ফিরে দেখা
ফেলে রাখা ডায়রির আবঝা লেখার মাঝে পেলাম লাল হয়ে যাওয়া সাদা চিঠির খাম
কার দেওয়া? কবে লিখেছিল?
মলিন খামের অন্তরে তার পরিচয় নেই,
মনে কি আছে আমারও?
স্মৃতির জোয়ারে কি ভেসে আসে এখনও মনের অলিন্দে.…
আমার স্মৃতি বড় অগোছালো, বেখেয়ালি
কখনও শীত সন্ধ্যায় ধরে মেঘমল্লার,
গ্রীষ্মের দুপুরে রবিশঙ্কর
আবার মনকেমনে মেরা কুছ সামান তুমহারা পাস পরা হ্যায়…..
অভিমানী সন্ধ্যেতে ভাবনাগুলো পড়ে থাকে রঙিন বসন্তে উদাসী বিছানায় উজ্জ্বল নক্ষত্রের হাহাকারে..
ইচ্ছেরা ডানা মেলে জল ফড়িংয়ের সংলাপে,
মাঝরাতে জোৎস্না অভ্র ছড়ায় নিবিড় আলাপচারিতায়
কালবৈশাখীর মেঘের মত উচ্ছৃঙ্খল স্মৃতিগুলো আমায় ঘিরে রাখে আবঝা হওয়া ডায়রির মাঝের নির্বান্ধব সাদা চিঠির খাম।