কবিতায় শাওন গুলমোহর

স্বপ্নফেরি
মানুষ বাঁচে তাঁর স্বপ্নে
আর স্বপ্ন বাঁচে তাঁর কর্মে
আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তাঁর উৎসাহ
উৎসাহকে শক্তি যোগায়
আত্মবিশ্বাস
আর আত্মবিশ্বাস আসে
তাঁর সৎ চিন্তা ভাবনায়।।
অলি গলি থেকে রাজপথ
হাজারো সমস্যা তাও স্বপ্ন দেখা
চোখের দেখা না কি দেখার চোখ।
সকাল থেকে রাতে ঘাতে প্রতিঘাতে
প্রতিনিয়ত লড়াই চলতে থাকে,
অনুকূলে অথবা প্রতিকূলতায়
জীবন চলে তার জীবনধারায়।
দরিদ্রতা অর্থে, থাকে না যেন মনে
কঠিন বাস্তবতা হার না মানা দৃঢ়তা,
হাজারো সমস্যায় চলতে থাকা
বন্ধ হয় না যেন স্বপ্ন দেখা।