শঙ্খচারণায় শঙ্কর ঘোষ

তুমি ফিরে গেছো

আজ বড়ো দুর্দিন – এ সময় ,
হঠাৎ নদীর সব জল যেন সরে গেলো ;
ভাটা জেগে নৌকো আটকে গেলো বালির চড়ায় |
কে ছাড়াবে তাকে ?
নক্ষত্র তো সেই কবেই নিভে গেছে |
এমন সম্ভ্রম , এমন স্থিতধী
শুধু পবিত্র নক্ষত্রেরই থাকে |
তাই হয়তো , কবিতা কখনো কৃষ্ণচূড়ায়
কখনোও বা সূর্যের রাস্তায় |
হয়তো নতুন বৃষ্টি আসতে অনেক দেরি ,
হয়তো বা কবিতা ভালোবাসতে অনেক দেরি ,
তাও আঁকড়ে ধরে থাকতে ভালো লাগে —
সেই প্রতিবাদ , সেই গেরস্থালি প্রেম
স্বর্গের ফুলের মতন ||
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।