ক্যাফে কাব্যে সৌমেন গাঙ্গুলী

সবুজেরে দেখি
আমি সবুজ দেখতে চাই
পেতে চাই তার কোমল স্পর্শ ।
সবুজ হারিয়েগেছে ইট কাঠ পাথরে
শুনি শুধু নগরায়নের হর্ষ ।
যেখানে ছিল একদিন বিস্তীর্ণ
সবুজ সুগভীর সুন্দর বনাঞ্চল।
আজ তারই বুকের ওপর
শুধুই কংক্রিটের সুদীর্ঘ জঙ্গল ।
দৃষ্টিপথে ক্রমাগত আসে বাধা
নেই কোথাও উন্মুক্ত প্রান্তর।
নিকষপথে গতির লড়াই দিবারাত্র
জীবন যেন মরুভূমি ঊষর ।।