T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় শর্মিলা ঘোষ

মুক্তি
তন্দ্রা ব্যাগটা গুছিয়ে যখন ডাইনিং হলে এলো তখন শ্বশুরমশাই ইলেকট্রিক বিলের তেরোশো টাকা গুনে গুনে নিলেন।বিশাল বড় বাড়িটায় অমিত মারা যাবার পর শ্বশুর শ্বাশুড়ি বৌমার সংসার ।অমিতের চাকরিটা তন্দ্রা পেয়েছে,মাত্র 25 বছর বয়স তার ।সাগ্নিক বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু সংসারের আয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে তাই জাতপাতের জিগির তুলে বিদায় করা হয় তাকে ।সকাল সন্ধ্যে তন্দ্রা তার ভরা যৌবন বাঁচিয়ে যাতায়াত করে ।প্রতিদিন বাড়ি ফিরে দেখে শ্বাশুড়ি অমিতের ছবিতে মালা দিচ্ছেন আর চোখের জল ফেলছেন।চাতক পাখির মতো তিনটে প্রাণী হাঁ করে থাকে ,কবে তৃষ্ণার জল পাবে! তন্দ্রা অপেক্ষা করে বুড়ো বুড়ি কবে মরবে! আর বুড়ো বুড়ি আতঙ্কে থাকে তন্দ্রা পাত্র জুটিয়ে আনলেই সংসার অচল।লেনদেন আর শেয়ার বাজারের বাইরে হারিয়ে যাওয়া সম্পর্ক মুক্তির পথ খোঁজে ।