কতকাল ভুগবো বল এমন অসুখে
কতইবা ক্ষতি হবে আর
একটু মাখামাখি হলে
নিন্দুকেরা যে যা বলে বলুক না ছাই
সুদে আসলে পুষিয়ে নেব বলে
আজ যে আমার তোমাকেই চাই ।
মাস্কী জীবন
একদিন শেষ হবে করোনার কাল
পাখীরা আসবে ফিরে কারুময় নীড়ে
নক্ষত্রের জলসায় বসবে আসর
হাসবে নুতন ভোর বিবর্ণ নগরে
জীবন আবার হবে সোহাগ মাতাল
কার্নিশে মাধবীলতা উচ্ছলিত হবে
জোছনার রূপা মেখে কোমল শরীরে
হেটে যাব দুইজন হাতে হাত রেখে
সাবান পানিতে ধোয়া মাস্কী জীবন
একদিন শেষ হবে সুবিন্যস্ত ভোরে
ফেরিঅলা হেঁকে যাবে আগের মতন
শহরের যানজটে মানুষ নাকাল
গুনতে হবে না আর দূরত্বের কাল
যোগাবে আশার আলো সুবর্ন সুদিন ।