।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সামসুন্নাহার ফারুক

তোমাকেই চাই

অঝোর শ্রাবনের রাত ভেঙ্গে
সব নীরবতা চুপি চুপি বলে যায়
উপেক্ষা করে সমাজের রক্তচক্ষু লাল
মেয়ে তুমি একা একা চলেছ কোথায়
চাও যদি যেতে পারি একসাথে মাধবীর উৎসবে
কাশফুল দোলায় দুলব দুজনে
সঙ্গোপন প্রেমের উজ্জীবিত অনুভবে
হৃদয়ের আগল খুলে সিক্ত বসনে
যুগলবন্দী উদ্দীপনে ঠিকঠাক পৌছে যাব
অমৃত আঙ্গিনায়, কাঙ্খিত ঠিকানায়
ফেলে আসা জীবনের সোনালী অধ্যায়
কলাবতী রাত, লাস্যময়ী চন্দ্রিমা স্নান
টি এস সি চত্বরের লাল গোলাপ অভিসার
সে যে একান্তই তোমার আমার
হৃদয়ের ভল্টে জমা করে রাখা
আকাশ নীল খাম, আদরের সোমত্ত বৈভব
বইয়ের ভাঁজে ভাঁজে শুকিয়ে যাওয়া রক্ত গোলাপ
আজও সুগন্ধী ছড়ায়
কতকাল ভুগবো বল এমন অসুখে
কতইবা ক্ষতি হবে আর
একটু মাখামাখি হলে
নিন্দুকেরা যে যা বলে বলুক না ছাই
সুদে আসলে পুষিয়ে নেব বলে
আজ যে আমার তোমাকেই চাই ।

মাস্কী জীবন

একদিন শেষ হবে করোনার কাল
পাখীরা আসবে ফিরে কারুময় নীড়ে
নক্ষত্রের জলসায় বসবে আসর
হাসবে নুতন ভোর বিবর্ণ নগরে
জীবন আবার হবে সোহাগ মাতাল
কার্নিশে মাধবীলতা উচ্ছলিত হবে
জোছনার রূপা মেখে কোমল শরীরে
হেটে যাব দুইজন হাতে হাত রেখে
সাবান পানিতে ধোয়া মাস্কী জীবন
একদিন শেষ হবে সুবিন্যস্ত ভোরে
ফেরিঅলা হেঁকে যাবে আগের মতন
শহরের যানজটে মানুষ নাকাল
গুনতে হবে না আর দূরত্বের কাল
যোগাবে আশার আলো সুবর্ন সুদিন ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।