ক্যাফে কাব্যে শিশির দাশগুপ্ত

এই সময়
নিলামে তুলেছি নাম ;
এই শরীর তুলনায় বড় ভার
পুরানো যা কিছু সরঞ্জাম
সারাতে সারাতে জেরবার
উন্নাসিক হয়েছি ঘনঘন
ক্ষণেক্ষণে বদলেছি মন
শরীরকে ভেবেছি অঙ্গন
মনকে ভেবেছি আপনজন
নিলামের অফিসে এখন শুন্যতা
আগুনই হেঁকে চলেছে দরদাম
ছি ছি এযে কী হীনমন্যতা
আগুন বাড়িয়ে দিচ্ছে মৃত্যুর খাম।