T3 কবিতায় পার্বণে শিশির দাশগুপ্ত (গুচ্ছ)

১| মড়ক
চোখ পুড়িয়ে ফেলেছো দীর্ঘ জীবনযাত্রায়
হুতাশের বারুদঘরে জন্ম দিয়েছো ঘৃণার
তঞ্চকতা শেষে কিনতে চেয়েছো রোদ,
ভারিক্কি পকেটের মেজাজে করেছো অনেক, অনেক আমোদ
উল্টানো সময়ের সরণীতে হোঁচট খেয়েছো যদি
কুঞ্চিত ভ্রু, কটু বিশেষণে বকেছো নিরবধি
চাদর খসে যাচ্ছে, মৃতেরা উঠে আসছে কবর থেকে
হিসাবের ইট, বালি আজ প্রতিশোধের পাকে
শিয়রে অন্ধকার আসে, যবনিকা শেষে
অভুক্ত মারি-তে হারে না, মরে জেতে অবশেষে।।
২| আগুন
ছুঁতে না ছুঁতেই হও বিদ্যুৎ অথবা পোড়াও সম্পূর্ণ পাগড়ী
একটু সময় পরে, আবছায়া কেটে গেলে
থমথমে ভিজে ভিজে, কালো রঙা মাটি হয়ে যেতে চাও জলে
ভয়ে ভয়ে শোকে দুখে ক’টা দিন মুখ বুজে
নিরামিষে সারি পূজা, তুমি অতিথি
হারানো গতি নিয়ে বাকবিতন্ডা শেষে
নরম ঘাসের নিচে লুকাতে লুকাতে ভাবি
আগুন সত্যিই হাঁটে বড় হেলেদুলে।।