ক্যাফে গল্পে সোমা ধর ঘোষ

নতুন সূর্য
সকাল দশটা।ই.এম.বাইপাসের ব্যস্ত রাস্তা।পাশের ফুটপাথে এক বৃদ্ধ পথ দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছে।
জনৈক পথচারীকে দেখে বৃদ্ধ বলল,”আমাকে একটু হসপিটালে নিয়ে যাবে?”
পথচারী বলল,”আমি ব্রাহ্মণ!দেখে তো নিম্নবর্ণের মনে হচ্ছে!তোমাকে ছুঁলে আমার জাত যাবে!পরপারে গিয়ে ভগবানের কাছে কি জবাব দেব?”
একথা বলেই সে চলে গেল।
বৃদ্ধ দেখল আর এক পথচারী যাচ্ছে।সে বলল,”আমাকে একটু হসপিটালে নিয়ে যাবে?”
পথচারী দাড়িতে হাত রেখে বলল,”তবা! তবা!আমি খাঁটি মুসলমান!চারবার নমাজ পড়ি!তোমাকে ছুঁয়ে আমার ধর্ম খোয়াব!বেহেশতে গিয়ে আল্লাহর কাছে কি জবাবদিহি করব?”
একথা বলেই সে পা বাড়াল।
বৃদ্ধ দেখল আর এক পথচারী যাচ্ছে।সে বলল,”আমাকে একটু হসপিটালে নিয়ে যাবে?”
পথচারী বলল,”আমি পিওর খ্রিস্টান!তোমাকে টাচ করলে আমার খ্রীষ্টানিটি চলে যাবে! মৃত্যুর পর গডকে কি জবাব দেব?”
কথা না বাড়িয়ে সে চলে গেল।
অর্যমা “ভোরের আলো”এন.জি.ও-র দিকে যাচ্ছিল।আহত বৃদ্ধকে দেখে ছুটে এল।বলল,”আঙ্কল!আপনাকে তো হসপিটালে যেতে হবে!
— কে তুমি মা!
— আমি মানুষ!নাম অর্যমা।
— তোমার ধর্ম!
— মানবতা!
— আমাকে ছুঁলে তোমার ঈশ্বর ক্ষুন্ন হবেন না!
— স্বামী বিবেকানন্দ বলেছেন–
“বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর,
জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর।”
জারুল গাছে একটা বসন্তবৌরি ডেকে উঠল,”টিটির টি!”