T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় শিশির দাশগুপ্ত
by
·
Published
· Updated
আমাদের রবীন্দ্রনাথ
বৈশাখের দাবদাহে বিকালের উতলা এলোমেলো
বাতাসে ভাসে রবীন্দ্রনাথ
আমরা রবীন্দ্রনাথকে জানি না
ফর্সা,সুন্দরীরা নন্দন মাতিয়ে তুললে
রবীন্দ্রনাথ উৎসব হয়ে ওঠেন
ওদের স্নিগ্ধ সৌন্দর্যে বিন্দু বিন্দু ঘাম
মেঘমল্লার রাগে আকাশসংগীত হয়ে
বাতাসে ভেসে থাকে
ওরা সেজেগুজে রবীন্দ্রনাথকে সাজান, আদর করেন
ওখানে আমাদের প্রবেশাধিকার নেই
আমরা ভিখিরি জীবনে কেঁদে উঠলে
রবীন্দ্রনাথ করতল পেতে দাঁড়ান
আমাদের চোখেরজলকে তিনি
ফুলে পরিণত করেন
সেই ফুলে ওরা শিলমোহর লাগিয়ে
উৎসব করে
রবীন্দ্রনাথের দৃষ্টি তখন অন্যদিকে
আমরা সেইদিকে হেঁটে যাই
রবীন্দ্রনাথের সামনে করতল পেতে দাঁড়াই
রবীন্দ্রনাথের চোখের জল
আমাদের করতলে পড়তেই
ভাত হয়ে যায়।