ক্যাফে কাব্যে সোনালী দাস সরকার

একটা তুমি পাশে পেলে
প্রকৃতির নিয়মভাঙ্গা মধুমাসে উত্তাপে উষ্ণ আবেগ জাগে
নির্জীব প্রাণে সজীবের রোমহষর্ক বর্ণনায় শিহরিত লাগে।
এমন দিনে একটা তুমি থাকলে বেশ শীতলতম দিনমনে হয়
সব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যমণি,অন্তরালে অনুভব সঙ্গ চায়।
ছড়িয়ে পরে ঝর্ণায় প্রেম প্লাবন মিশতে থাকে রাগে অনুরাগে
বিহ্বলিত আড়াল টুটে যায় উন্মুক্ত হতে চায় তোমার আগে।
টুপটুপ শব্দ ছন্দ ভাসিয়ে দেয় নিয়েচলে অন্য এক ভুবনে
দিঘির বৃক্ষছায়া তটে আলিঙ্গনে হারাই নিবিড়ে সঙ্গোপনে।
বড়ই দু:সাহসী হই এই সময়,বৃষ্টি এমনই করে আমারে
কাব্যবাণী নিরুদ্দেশে লয়ে চলে ঐ নীলাকাশের শেষ প্রান্তরে।
পাতায়পাতায় বারিবিন্দু লুকোচুরি খেলায় তাকে নাড়ালে
শুষ্ক নদীজানে ঢেউতে প্রাণ একটু জলের স্রোত বাড়ালে।
সৃষ্টি করতে তুমি পারো আমায় যতই ধ্বংস করো
আমি ভাঙতে রাজি এভাবেই আজীবন হাতটি যদি ধোরো।