কবিতায় শুভজিৎ দাস দাঁ

নীল পৃষ্ঠার মেঘ
উপন্যাসের নাম দিয়েছি মেঘ,
নীল পৃষ্ঠার দু’পাশে জড়িয়ে নিয়েছি হরেক রকম শব্দ, সুখ-দুঃখের আত্মকথন।
মেঘ নামে উপন্যাস লেখা হয়েছে যতোবার
ততোবার বৃষ্টিতে ভিজেছে প্রচ্ছদ,
অথচ কখনো ভেজেনি মেঘ,
গল্প এগিয়েছে তার নিজস্ব খেয়ালে।
কেবলই লেখক নই- আজ আমি এক অন্য পুরুষ,
গল্পের চরিত্রদের মাঝে হারিয়েছি আমার লেখক সত্তা,
দিগন্তনীলে সারি সারি নিম্বাস মেঘ,
আমিও যে কখন মেঘলা হয়ে গেছি বুঝতেই পারিনি,
দেখেছি আমার উপন্যাসের চরিত্ররা কেমন করে আমি হয়ে উঠেছে প্রতিবার।