কবিতায় শুভজিৎ দাস দাঁ

যে নদী নদী নয়
আমি যাকে নদী বলি আসলে সে নদী নয়, তারা-ঝিলমিল স্বপ্ন,
দুর্গম পাহাড়ি উপত্যকার নিষিদ্ধ পথ বেয়ে নেমে আসা খরসান স্রোত।
আমি তাকে ছুঁয়ে দেখি যতোবার
ততোবার প্রবল প্রেমিক হয়ে উঠি,
চোখের গভীরে নীল আরো নীল লজ্জা মাখামাখি,
তবু ছুঁই,
বাধার প্রাচীর ভেঙে চুরমার করে দিই এক লহমায়,
টান মেরে খুলে দিই নিশীথের লাজুক অবগুন্ঠন।
দু’চোখের পাতা ছুঁয়ে খুঁজে নিই পাথুরে সোপান,
ভেজা বালুচর,
সে তো নদী নয়, তবু কেন শুনি কলতান!
সে তো নদী নয়,
তবু কেন কাছে ডাকে বেগবতী রাত!
আমি ছুঁতে পারি তার বন্য গিরিখাত,
একাগ্র স্বপ্নচয়নে হেঁটে যেতে পারি উৎস থেকে অবৈধ মোহনায়…