কবিতায় শুভজিৎ দাস দাঁ

ঠিক যেমন ঋতুবদল হয়
শিরোনাম চুম্বন হলে
নিকোটিনের খোলস ছেড়ে কাপালিকের ধূসর জটায় আজন্ম নদীর স্রোতচিহ্ন এঁকে দিতাম।
কবিতার উচ্চারণে অপেক্ষার অবসান হতো জীবনের ডানায় লেখা বাতিল পান্ডুলিপির।
আলগা স্পর্শের শ্লীলতা ভুলে উদ্ভিন্ন শব্দমালার শরীরে চুমুক দেওয়ার মধ্যে অদ্ভুত একটা মাদকতা আছে,
সেখানে জলছবির রঙে গভীর কুয়াশায় ঢাকে পদাবলীর প্রেম।
অপ্রকাশিত রমণকাব্য শেষে
কিনারায় ভেসে যেতে যেতে
তেমনই এক অব্যর্থ চুম্বনের এলোপাথাড়ি হাওয়ায়
রাত্রির দ্বিতীয় প্রহরে ইমনী বিলাবল হতাম অবন্তিকার সাথে,
ঠিক যেমন ঋতুবদল হয়…