কবিতায় শুভজিৎ দাস দাঁ

পরমাত্মা
শেষ নিঃশ্বাসের স্পর্শে ম্রিয়মান হয়ে ওঠে ধূ ধূ অতীতের কন্ঠস্বর,
স্বপ্ন থেকে স্বপ্নে ইচ্ছেরা ডানা ঝাপটায়।
নিখিলে ছড়িয়ে পড়ে দমকা তুফান,
অসংখ্য জোয়ার পেরিয়ে ভাটার সাথে দেখা হয় বোরখার আড়ালে,
বালুতটের নোনা রোদ মেনে নেয় অনর্থক স্বপ্নারোহন।
হিজাব সরিয়ে দেখি উষ্ণতা ভুলেছে প্রস্রবণ,
মুঠোয় আবদ্ধ জলকণাগুলো বুকের পারাবারে নাব্যতা খুঁজছে অবিরাম।
নিঃশ্বাসের কোলাহল স্তিমিত হলে প্রান্ত বরাবর দাঁড়িয়ে থাকে অনাদি অতীত,
মৃত্যুকে পেরিয়ে যাই,
বৃত্তপথ ঘুরে নিস্তরঙ্গ হই পরমাত্মায়…