কবিতায় শুভজিৎ দাস দাঁ

জীবনকথার কলম
কিছু পুরোনো হলদে কাগজ খুঁজে পেলাম,
প্রথম পাতায় লিখলাম-জীবন,
অমনি পরের পাতাগুলোও জীবন্ত হয়ে উঠলো,
হলুদ রঙের অতীতগুলো চোখ মেললো,
মায়াবী আয়নায় তাকিয়ে দেখলাম নিজের মুখ নিজের কাছেই অচেনা,
শেষ পাতায় হিজিবিজি লেখা-
হয়তো গভীর সংগোপনে জীবনকে কাছ থেকে দেখার আকুলতা,
এসব কখন লিখেছিলাম? জানিনা তো!
আমার কলম জানে, হলুদ স্মৃতির পাতা কিভাবে কল্পতরু হয়…