মার্গে অনন্য সম্মান সাইদীপা বসু (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৯
বিষয় – নারী
সেই মেয়েটা
সেই মেয়েটা,যাকে নিয়ে পাতার পর পাতা কবিতা লেখেন,
যাকে নিয়ে স্বপ্ন দেখেন পুরুষ
মদির চোখে চেয়ে থাকেন,
চুল থেকে পায়ের নখ দেখে বিভোর হন।
সেই মেয়েটা নীচু জাতের,
ইচ্ছে মতো গলায় ওড়না পেঁচিয়ে,
ঘাস জঙ্গলে ঝাঁপিয়ে পড়ে একদল পশু,
রাতের অন্ধকারে জ্বালিয়ে দেয়।
সেই মেয়েটাকে আরো কলুষিত করতে
শত মিথ্যার আশ্রয় নেয় একটা নিদারুন সত্যকে ঢাকতে!
সেই মেয়েটা ,বিক্রি হয়ে যায়
প্রত্যন্ত গ্রাম থেকে শহরের কোঠিতে ,
এক লহমায় মেয়ে থেকে মেয়েছেলে !
আঙুল তুলে সমাজ বলে বেশ্যা,বাজারী মেয়ে,
রাতের অন্ধকারে সেই মেয়েটার শরীর ছিঁড়ে খায়
পুরুষ নামক দানবেরা।
সেই মেয়েটা ,ঝুপড়ির নীচু জাতের
দিনের বেলায় সে তো অস্পৃশ্য,
উচ্চবর্ণের কামুক পুরুষের লাম্পট্যের শিকারে,
সে বেবুশ্যে,কলঙ্কিণী !
সেই মেয়েটা ,বছরের পর বছর
সন্তানের জন্ম দিতে দিতে ক্লান্ত।
জঠরেই কন্যা ভ্রূণ হত্যা করে
ধ্বজা ওড়াতে ব্যস্ত পুরুষতান্ত্রিক সমাজ।
সেই মেয়েটা ,দেবী রূপে পূজিতা….
“যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা,
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।”
সেই মেয়েটা ,হয়ে উঠবে অসামান্যা,
জ্বলে উঠবে,অগ্নিবর্ণা কন্যারূপে,
তার ভয়ানক তেজরশ্মিতে ভস্মীভূত
সমাজের কামুক পুরুষজাতি,
ধর্ষিতা,বেশ্যা,কলঙ্কিণী মেয়েটি
এগোতে থাকবে সামনের দিকে,
জ্বলন্ত দৃষ্টিতে
ধ্বংস হবে ব্যাভিচার
ধ্বংস হবে অত্যাচার
ধ্বংস হবে শোষন।
নব প্রভাতের অরুণ আলোকে কলুষমুক্ত ধরিত্রীতে,
মেয়েটি উত্তীর্ণ নারীত্বে…
উন্নতির নারী
প্রগতির নারী
কল্যাণময়ী নারী।।