রক্তের সম্পর্ক টিকে থাকুক কাব্য লেখার খাতায়
পাণ্ডুলিপি হয়ে থাকুক মনের প্রতি পাতায়।
প্রেম রসের আস্বাদন ও তোমার কাছেই পাই
কল্পনাতে চায়ের কাপে তাঁরই সাথে হারাই।
তুমি আছো বসন্তও তাই আসে আমার দ্বারে
দখিন দুয়ার আজো খুলে ফাগুন আনি ঘরে।
৩| কান নিয়েছে চিলে
হঠাত্ করেই ছুটছে মেয়ে রাস্তা দিয়ে মাঠে
ছুটতে দেখে পড়শিরা সব জিজ্ঞেস করে তাকে
কি হয়েছে কি হয়েছে আমার সোনা মেয়ে?
বলে না সে ছুটছে তবু জঙ্গল বনে ছেয়ে
হঠাৎ বনে দেখা হলো পাঁচুর সাথে তাঁর
কি হয়েছে সুন্দরী গো,মুখটা কেন ভার!
কান নিয়েছে চিলে আমার বললে কাকী ডেকে
তাইতো আমি ছুটছি পিছে ধরবো চিলটাকে।
কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে
দাদার হাতে অস্ত্র ছিল ছুঁড়ে মারে সে।
সোনার বর্ণ মেয়ে টাকে বললে পাঁচু হেসে
ধুর পাগলি কান তো তোর দেখছি মাথায় ঘেঁষে
হাত দিয়ে যেই না দেখে পাঁচু পড়ে ঢলে
ছিঁড়ে নিল কানটা তার দৌড়ে গেল চলে
আপন থেকে পর ভালো বলে যে মা রোজ
তবে কেন আজকে আমার হল এমন বিপদ!
এমন সময় আকাশ থেকে চিল এসেছে উড়ে
পাড়ার পাঁচুর মাথার ওপর ঠুকরে ঠুকরে মারে।
বলল চিল,
ও সোনা মেয়ে শোন রে কথা নিজের বুদ্ধি দিয়ে
চলরে চল এগিয়ে চল মানুষ চিনে নিয়ে।
কে বলল দেখরে তোর কান নিয়েছে চিলে
অমনি আর ছুটিস নাকো মরিস না আর ঢিলে।
নিজের পায়ে কুড়াল মেরে কেন হোস রে বরবাদ
সত্যি মিথ্যা যাচাই করে দেখরে হবি আবাদ।
৪| কান নিয়েছে চিলে
হঠাত্ করেই ছুটছে মেয়ে রাস্তা দিয়ে মাঠে
ছুটতে দেখে পড়শিরা সব জিজ্ঞেস করে তাকে
কি হয়েছে কি হয়েছে আমার সোনা মেয়ে?
বলে না সে ছুটছে তবু জঙ্গল বনে ছেয়ে
হঠাৎ বনে দেখা হলো পাঁচুর সাথে তাঁর
কি হয়েছে সুন্দরী গো,মুখটা কেন ভার!
কান নিয়েছে চিলে আমার বললে কাকী ডেকে
তাইতো আমি ছুটছি পিছে ধরবো চিলটাকে।
কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে
দাদার হাতে অস্ত্র ছিল ছুঁড়ে মারে সে।
সোনার বর্ণ মেয়ে টাকে বললে পাঁচু হেসে
ধুর পাগলি কান তো তোর দেখছি মাথায় ঘেঁষে
হাত দিয়ে যেই না দেখে পাঁচু পড়ে ঢলে
ছিঁড়ে নিল কানটা তার দৌড়ে গেল চলে
আপন থেকে পর ভালো বলে যে মা রোজ
তবে কেন আজকে আমার হল এমন বিপদ!
এমন সময় আকাশ থেকে চিল এসেছে উড়ে
পাড়ার পাঁচুর মাথার ওপর ঠুকরে ঠুকরে মারে।
বলল চিল,
ও সোনা মেয়ে শোন রে কথা নিজের বুদ্ধি দিয়ে
চলরে চল এগিয়ে চল মানুষ চিনে নিয়ে।
কে বলল দেখরে তোর কান নিয়েছে চিলে
অমনি আর ছুটিস নাকো মরিস না আর ঢিলে।
নিজের পায়ে কুড়াল মেরে কেন হোস রে বরবাদ
সত্যি মিথ্যা যাচাই করে দেখরে হবি আবাদ।