আমি কাজ করতে করতে বসে পড়ি
আবার বসে বসেও কাজ করি।
তবুও শুইনা, কারণ শুলে পড়ে
আমার চেতনারা আবদ্ধ হয়ে আসে।
রাত এলে বিছানায় এক কোণে
পোকার মতো পড়ে থাকি।
২| মাস
প্রতিটা মাসের একটা বিশেষত্ব আছে।
এই তেমন ঝড় উঠলে অনুমান করা যায়
বোশেখ মাস।
কাঁঠাল পাকলে ধরে নিই সেটা
জৈষ্ঠ্য মাস।
তেমনই কাশফুল ফুটলে বুঝতে পারি
মা আসার সময় হয়েছে।
আর যখন মেয়ে কুকুরকে ঘিরে
ছেলে কুকুরকে পরিক্রমন করতে দেখি
স্বাভাবিক ভাবেই মনে আসে ভাদ্র মাসের কথা।
কারণ ওই একটি মাসই ওদের ব্যাক্তিগত
বাকি সময়ে মাটি দখলের লড়াই…..