মার্গে অনন্য সম্মান শিপ্রা দে (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব নং – ৫০
বিষয় – ফিরে পাওয়া / চলো পাল্টাই
চলো পাল্টাই
চলো পাল্টাই, নতুন একটা সমাজ গড়ি,
যেখানে সবাই অকুতোভয়,নিরহংকার
হোক অরিন্দম
যা পরগাছা,অকৃতজ্ঞ তা নিপাত যাক।
চলো পাল্টাই শালা বলুক তাকে বল ভাই,
নিজের আত্ম শোধন করে তৃপ্ত হই
নিজে শোধরাই
প্রতিবাদের ভাষা ভুলে আনন্দ পাই।
চলো পাল্টাই,নতুন একটা জীবন গড়ি,
যেখানে নেই অঙ্কুর বীজের মূলোৎপাটন
নেই ভ্রূণ স্খলন
বর্নচোরা,আত্মকেন্দ্রিক হোক উচ্ছেদ।
চলো পাল্টাই,নতুন একটা স্কুল হোক,
যেখানে নেই শিক্ষকতায় নৈরাজ্যের বিকার
নেই ভণ্ডামি
বৈদান্তিক না হলেও চলবে, হোক দুর্নিবার।
এবার পাল্টাই একটা নতুন শহর বানাই,
যেখানে সব শিশু আহারে বাহারে
ঘরে বাইরে
না হোক বুভুক্ষু,না হোক নশ্বর ।
চলো পাল্টাই ,একটা সুন্দর মন তৈরি হোক,
যেখানে নেই কোনো ক্লেশ,ক্লেদ,হিংসা,ঘৃণা
নেই ভেদাভেদ।
জীবন্মৃত হয়ে কেন থাকা বলো।
চলো পাল্টাই, একটা সুখী পরিবার হোক,
যেখানে ভাই ভাইয়ের বন্ধু,থাক হৃদ্যতা
পরিবারের সব আপনজনে হোক সখ্যতা।
তবে পাল্টাই,একটা বেদাগ জগত বানাই?
যেখানে উঁচ নীচ, আমীর গরীব,কেউ নয় ফেলনা
কেউ কাঁদবে না।সকলের মন উল্লাসে থাক, আনন্দ ধাম।