কবিতায় শিপ্রা দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তোমার গলি খুঁজতে গিয়ে
তোমার গলিটা খুঁজতে গিয়েই
হয়েছি যে দিশেহারা
পথিকের কাছে সবই জেনেছি
তোমার ঠিকানা ছাড়া।
অনেক হেঁটেছি কুয়াশার পথে
হারিয়েছি কতো বাঁক
দুর্গমগিরি, সবুজের বন,
নিবিড় মরুর ফাঁক।
সাগর গভীরে, দারুচিনি দ্বীপে
পাইনি কোথাও আর
খুঁজে খুঁজে দিন হোলো মোর সারা
বুঝেছি পাওয়া ভার।
অবশেষে তাই পথেই হারাই
পথের ধারেই ছই
অনন্তকাল অপেক্ষাতেই
পথ চেয়ে বসে রই।
না ফেরার দেশে ডাক এলো যবে
শূন্য হৃদয় নিয়ে
অবশেষে ফিরি আপনার ঘরে
পথকে বিদায় দিয়ে।
দূর থেকে দেখি ভগ্ন কুটিরে
প্রদীপের ক্ষীণ আলো
লাজ আবরণে সেই বুঝি দ্বারে
আবছায়া লাগে ভালো।
চলতে না পারি আঁখি ঢুলে আসে
কেমনে আসবো দ্বারে!
মনে হোলো তাই ডাক দিয়ে যাই
নিবিড়ে খুঁজেছি যারে।
দুই চোখে জল হৃদয়ের ব্যথা
শীর্ণ শরীর ঢাকে
কেমনে জানাই হৃদয় বার্তা
শরীর পড়েই থাকে।
চিরকাল যাকে খুঁজি পথে পথে
সেতো এখানেই বসে।
দূর থেকে তাকে তখনই দেখি
যখন ঘোমটা খসে।
সীমান্ত পরে সিঁদূরের রেখা
জানিনা কি নামে ধরে
আকুলতা বাড়ে শ্বাস জোরে পড়ে
হৃদয় উঠলো ভরে।