হৈচৈ কবিতায় সম্পৃক্তা দাস

এমন রাজকুমার চাই না

দিতে হবে পাঁচশো টাকা আর দশ কিলো মুড়ি,
না দিলে বুঝব তুমি করছ বাহাদুরি৷
বাহাদুরি একদম দেখিও না আমায়….
আমি কে? বলব কি তোমায়?
আমি হলাম এখানকার রাজকুমার ;
ছেলে নই আমি, যার তার ৷
আমায় করবে সবসময় সম্মান,
নাহলে, আমি নেব তোমার প্রাণ ৷
শাসন করবো আমি তোমাদের,
প্রয়োজনে ফাঁসি ও হবে তোমাদের ৷
কিছুই বলবে না বাবা আমার,
আমার ব্যাপারে আর কিছু নেই জানার ||
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।