কবিতায় সৌমেন দত্ত

অনেকটা দূরে চলে এসেছি
অনেক দূর চলে এসেছি, বেশ অন্ধকার,
বাহ! আলো থেকে অনেক দূরে,
শব্দ থেকে অনেক দূরে,
কোন চিৎকার নেই, হাঁকাহাঁকি নেই, ফেরার ডাক নেই,
বাহ! মানুষ নেই, রঙ নেই, আহারে বাহারে বাক্যালাপ নেই।
জনজোয়ারের মাঝেও হেঁটে দেখেছি জনশূন্যতা,
খুঁজেও পাই নি হাত, হাতের শিকল, কাঁধের সমানুভূতি,
তার চেয়ে বরং উলোটপুরান ভালো,
ভুলে যায় কে কি কখন কি ভাবছে তার পঞ্জিকা।
অনেকটা হেঁটে এসেছি, আলোর জানালা পেরিয়ে, পেয়েছি একটা ঠিকানা, চলা যাক গলি পথ দিয়ে, দুয়ারের হাতছানি,
ওখানে ইচ্ছার কোন রঙ নেই, স্বপ্নের কোন যুদ্ধ নেই, কথার কাটাকুটি নেই,
কথা না রাখা মানুষের জন্মের অভ্যাস, অন্ধকার হলেও ক্ষতি নেই।
যে স্বপ্নগুলোকে দেখছিলাম মুড়ি মুড়কির মতো ছড়ানো ছেটানো,
আজ দেখি তারা সব রোদ পোহাচ্ছে নাগরদোলায়,
সবার যেন চোখের পাতা জুড়ে গাঢ় অন্ধকার।