সম্পাদকীয়

বছরের দ্বিতীয় মাসের ভাবনারা
এক একটা দিন কত মসৃণভাবে কেটে যায়… আবার এক একটা দিন শুরু হয় চরম বিশৃঙ্খলায়… বছর শুরু হয় একঝাঁক আশা নিয়ে… বছর কখনো দুরাশা নিয়ে শুরু হতে দেখিনি। কিন্তু একটা একটা করে মাস অতিবাহিত হয় আর ঋণাত্মক বিষয়গুলো ভিড় জমাতে শুরু করে। আবার শেষ মাসে যখন কি পেলাম, কি পেলাম না এর হিসেব করতে বসি… তখন অনেক ভালো খুঁজে পাই। খুঁজে পাই কিছু খারাপ। তারপর মোটামুটি সন্তুষ্ট হয়ে আবার পরের বছর আরও ভালো ফলের আশায় বুক বাঁধি। সাহিত্য জগতের বর্ষপঞ্জির একদম শেষে থাকে বইমেলা। তারপর আবার নতুন করে প্রস্তুতি। এভাবেই এগিয়ে চলেছি আমরা শুধুমাত্র সাহিত্যকে ভালোবেসে। টেক টাচ টকের সাহিত্য জোন এর এ সপ্তাহের লেখাগুলো সাহিত্য রসে পরিপূর্ণ। আশাকরি সকলের খুব ভালো লাগবে।