সুনীতি দেবনাথের কবিতা

কবিতার কান্না
কবিতাটা উড়িয়ে দিলাম আকাশে
প্রলয়ঙ্কর আকাশে তখন মেঘের সজ্জা
দৃষ্টির সীমান্ত পেরিয়ে মেঘের গা ছুঁয়ে ছুঁয়ে
কবিতা একে একে বাতাসের স্তর পেরিয়েছে
মহাকাশে উড়ছে মনে হয়
তাকে আর দেখতে না পেয়ে
বুকটা কি এক বেদনায় হু হু কেঁদে উঠলো
অথচ কবিতার সঙ্গে শর্ত ছিলো
মেঘের সঙ্গে খেলে ফিরে আসার
মেঘের সঙ্গে শর্ত ছিলো বৃষ্টি দিয়ে
সারা পৃথিবীতে কবিতা ছড়িয়ে দেবার
কথা রাখেনি কেউ তাই বেদনা
আজ রাতের আঁধারে ঘুম আসেনি
চাপা যন্ত্রণায় কেবল এপাাশ ওপাশ
হঠাৎ করে কবিতা এলো রক্ত মেখে
কি হয়েছে কোথায় ছিলে জবাব নেই
এতো রক্ত কেন এতো কান্না কেন
সব মানুষের রক্ত লাল
সারা দেশটা রক্তে লাল
রাজপথ গলিপথ বাড়ির অঙ্গন
ঘরদোর সব লালে লাল
ওগো বৃষ্টি ঝরো তুমি ধুয়ে নাও সব রক্ত
মিশরে স্ফিংক্স অট্টহাসি হেসে উঠলো
শেষ মমি গলে প্যাপিরাসে মিশে গেলো