T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সঞ্চালি দত্ত

এবার রাই র দুর্গা পুজো
“আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর;
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।” রেডিও তে বেজে উঠলো, উফফ মা পুজো এসে গেল, কি মজা ষস্ঠী স্কুল ফ্রেন্ড, সপ্তমী কলেজ ফ্রেন্ড, অষ্টমী পড়ায় অঞ্জলি খাওয়া দাওয়া, আর নবমী অফিস কলিগ ব্যাস এবারের পুজো সরটেড ।
মা তোমার কি প্লান?
হুম আমার আবার প্লান, কি যে বলিস না তুই, তোরা ছেলেমানুষ পুজো র প্লান এখন তোদের থাকবে ।
জানিস রাই তোর বাবা যখন ছিল তখন প্রায় দু মাস আগে থেকে পুজোর কেনাকাটি শুরু করে দিতাম, আর তোর বাবা মজা করে বলতো পুরো দোকান তুলে নিলে তো
পারতে ।
তখন বাড়িতে কত লোক আমরা, তুই ছোট, জেঠুর ছেলেরা, তোর কাকার মেয়েরা, তখন তোরা বাচ্ছারা ই কত জন । আচ্ছা রাই তোকে একটা কথা বলি, দেখ যত দিন তোর বাবা ছিল তোর কাকা রা জেঠু রা আমরা সবাই পুজো র দিন গুলো একসাথেই খাওয়া দাওয়া করতাম কত হৈ হৈ করে কাটত পুজো টা, তোর বাবা চলে যাওয়ার পর তো সব বন্ধ হয়ে গেছে, তুই এবার চাকরি পেয়েছিস এবার যদি আমরা আবার আগের মতন সবাই একসাথে পুজো টা কাটাই, তুই কি বলিস খুব ভালো হয় কি না?
না মা একদম ভালো হয় না । দেখো মা এমনি তে Covid র জন্য লাস্ট দুটো বছর পুজো এক্দম ঘরে বসেই কেটেছে তার পর তো চাকরি র চিন্তা ছিলই, আমি এ বছর টা চুটিয়ে মজা করতে চাই । তুমি দয়া করে র বাধা দিয়ো না ।
বাধা কোথায় দিলাম রাই, তুই যেমন ঘোরার ঘুরবি শুধু একটা দিন বাড়ির সবার সাথে থাকবি ।
না মা আমার একদম ইচ্ছে নেই, ওদের কে ডাকার, তুমি আসলে নিজে কি করবে তাই ওদের ডাকতে চাইছো।
না রাই তুই ভুল বুজছিস,যখন বয়স টা বাড়বে তখন বুজবি একসাথে থাকার জোর টা কত; যাক গে এই মহালয়া র দিনে র অশান্তি না করাই ভালো ।
” শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী
শিউলি ঝরানো দিন আনে সে,
শিউলি ঝরানো দিন আনে সে
চির দিনের বানী..” পড়ায় ক্লাব এ মাইক এ গান বেজে উঠলো, মাইক র আওয়াজ এ রাই র ঘুম ভেঙে গেছে, উঠেই আগে ওয়াটস্যাপ চেক করল, স্কুল ফ্রেন্ড দের গ্রুপ এ সবাই লেখা লেখি করছে কোন দিক টা আজকে কভার করা যায়, কে কোথায় দারাবে, কে কি পরবে ।
রাই র দেরি করল না, উঠেই চট করে রেডি হয়ে নিল ।
মা আমি র কিছু খাব না, দেরি হয়ে যাবে 9 টা 09 র ট্রেন টা ধরতে হবে ।
একটা বিস্কুট মুখে দিয়ে তো যা ।
না মা, রাগ করো না আমি ট্রেন এ উঠে কিছু কিনে নেব ।
সাবধানে যাবি, আর বেশি দেরি করবি না ।
আচ্ছা । রাই বুজতে পারছে বেশ যে মা র মন টা একটু খারাপ হয়েছে, ও ঠিক আছে রাত এ এসে মা ক মানিয়ে নেওয়া যাবে…
অনির্বান র ডাকে রাই র সম্বিত ফিরল, কি ভাবছ এতো ?
না আসলে দুর্গা পুজো এসে গেল তো, কলকাতায় নিশ্চয় সবাই খুব মজা করছে, আজকে তো পঞ্চমী বলো অনির্বান?
আমেরিকা র গ্রাম টায় বসে রাই র আজ বড্ড বাড়ির কথা মনে পড়ছে, মা র কথা মনে পড়ছে, আজ প্রায় 5টা বছর হয়ে গেল মা বেচে নেই, কিন্তু মা র কথা গুলো আজ মিলে গেল; সত্যিই একাকীত্ব রাই এর ভাবনা বদলে দিল, আজ খুব বেশি করে নিজের মানুষ গুলো র সাথে পুজো কাটাতে ইচ্ছে করছে রাই র ।