T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় শর্মিষ্ঠা দত্ত

শারদীয়া
নীলচে আকাশ সেদিন আমায় ডাকছিল
বৃষ্টিশেষের রামধনু-রং মাখছিল
আয়না ছিল স্বচ্ছতোয়া ওই নদী
নদীর বুকে মেঘের ছবি ভাসছিল
মেঘবালিকা তখন বুঝি একমনে
কাশের বনে উৎসবেরই গান শোনে
মেঘের ফাঁকে ঈষৎ উঁকি রোদ্দুরের
আলো-ছায়ার আলপনা এই প্রাঙ্গণে—
আজও বুঝি আকাশ জুড়ে মেঘের দল
শিউলিতলায় ফুল ঝরাল অনর্গল?
মনের গোপন তানপুরাতে বাঁধল তার
মন্দ মধুর ভৈরবী সুর একাকার
উঠোন জুড়ে আলোছায়ার আলপনায়
উৎসবেরই গন্ধ আজও মাখছে গায়