ক্যাফে কাব্যে শিপ্রা দে

ভালো থেকো
ভালো থেকো বন্ধু পোড়া রুটির গন্ধে
অনাহারে আসে যদি কোনো কালো সন্ধ্যে।
তবু ভালো থেকো!
ভালো থেকো সেই মেয়েটার বাবা
কাল রাতে যার শরীরে পড়েছিল হায়নার
নখের আঁচড় আর শকুনের থাবা।
ভালো থেকো চাষি বৌ উঠোনের ধানে
ভালো থেকো খরায়,বন্যার ঋণে!
ভালো থেকো গৃহবধূর ঝুলন্ত লাশ
ভালো থেকো পুরুষের লালসার আশ!
ভালো থেকো শহর মিটিং মিছিল ধর্মঘট
ভালো থেকো খেয়ে পড়ে রাজনীতির খোলা জট
ভালো থেকো ভাষা বাংরেজী কালচার
গুড মর্নিং গুড নাইট থেকো তুমি দেদার!
ভালো থেকো ফুটপাথে অর্ধ নগ্ন নারী
ভালো থেকো গণিকালয় হয়েছে যার বাড়ি!
ভালো থেকো কঙ্কালসার শুকনো স্তনের মা
ভালো থেকো বাটি নিয়ে পথে পেলে যা!
ভালো থেকো পণের দাবী মেটাতে দেউলিয়া বাপ
জেনে নিও এ এক সমাজের ভীষণ শাপ।
মেয়েটা মরল যার কাল রাতে বিষ খেয়ে!
ভালো থেকো ময়না পাড়ার আগুন রাঙা মেয়ে
ভালো থেকো শিক্ষিত বেকার ক্লাবের ক্যারামে
বেকারত্বর জ্বালায় আজও যে হারামে!
ভালো থেকো জন্মদাতা তোমার ঐ বৃদ্ধাশ্রমে
ভালো থেকো প্রয়াত সৈনিকের সদ্য বিবাহিতা
ভালো থেকো আজন্ম সাদা থান পরিহিতা।
ভালো থেকো কপালের সিঁদূরের ক্ষত!
ভালো থেকো প্রতিবাদী তসলিমার মতো
তবু ভালো থেকো শুধু ভালো থেকো!!
কারণ দূর থেকে আমরা দেখবো শুধু করব না কিছু
আর সবাই বলব খালি তবু ভালো থেকো মুখ করে নীচু।