।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সুকান্ত দাস

আমি কানপাতি সমুদ্রে

আমি কানপাতি সমুদ্রে
নোনতা স্বাদের শব্দ, পৃথু ঘোর
ঝর্ণার স্পর্শকাতর মেঘ, শক্ত সিমেট্রি।
চোখের স্রোতের রুদালি প্রান্তে তট নামে নাভিকূপ ছুঁয়ে
সুতীক্ষ যন্ত্রনা –পুনর্জাত পলিমার আলো
এক আধটা গল্পের পাখি, সন্ধ্যার সুর, পলাশের দ্রোহ।
শরীরে আগুনের ডানা ঝাড়ি রোজ, বারুদের ঘ্রান
সূর্য ঢোলে পড়ে ঝিলমের স্রোতে, হাসির রেখায় মেদুর মায়া।
আমরা উত্তপ্ত মরুভূমির বুকে হেঁটে যাবো গন্তব্যের গহ্বরে
আদম আর ইভের খোঁজে।
বুভুক্ষু দেশলাই কাঠির দগদগে ইতিহাস।
কালো মেঘের আকাশে অশুভ সঙ্কেত মাভৈ মাভৈ রব
ভোগী কিম্বা অনির্ণীত নারীর শরীরে আঁশটে গন্ধ্যের আখর
অগণন দ্রোহপথ, চৌকাঠজল।
মন ফকির হয়ে ওঠে নিরুদ্ধ রাতের আকাশে
অলক্ষে চাঁদ ডোবে গৃঢ় পাহাড়ি গন্ধে
ঘুরে দেখার অজানায় বৃষ্টি আর বুনো গন্ধটা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় অহরহ
আমি কানপাতি সমুদ্রে, মেঘে, আকাশে, শরীরে সবখানে….।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।