শনিবারের কবিতায় সুজিত দাস

সমুদ্র সফেন
হঠাৎ বার্ধক্য এসে তুলে নিয়ে যায়
অজানা অচেনার দেশে,
আমরা হারিয়ে যাই শুন্যে
নিরাকার ভবিষ্যৎ হাতছানি দেয়,
মুহূর্তে, প্রতিটি মুহূর্তে।
এমনি করেই যাওয়া আসা
আসা যাওয়ার পবিত্র মন্থনে
প্রকৃতি শরীরী হয়; জন্ম নেয় উদগ্র বাসনা নিয়ে
এক তিল অন্ধকার মাতৃ কোটরে।