কবিতায় শিখা দত্ত

আবাহন
আপাতত কবিতার সঙ্গে সহবাস;
তুমি ফিরবে আগুনঝরা চৈত্র পেরিয়ে।
ততক্ষণ শুশুনিয়া পাহাড় থেকে একটা রোদেলা বাতাস ছুঁয়ে যাবে পাখির চিবুক, গাছে গাছে মৌমাছি, ভিমরুল সাজিয়ে বসেছে খড়কুটো সংসার।
খয়েরি দুপুর গড়িয়ে পড়েছে রিসর্টের বারান্দায়।
আমার সমস্ত কবিতা ছুঁয়ে যাচ্ছে পলাশের রক্ত যোনি, শরীরী অস্থির প্লাবন ভেসে যায় হলুদ পালকে।
বসন্ত বৌরি পাখিটার নিরীহ ঠোঁটে, অকৃপণ আলো যুদ্ধহীন বিরাট চরাচর।
তুমিও কি ফিরবে এবার একতারা বাজাতে বাজাতে দূরে কোথাও আরো দূরে অথবা জলছাপ রেখে যাবে শুকনো পাতায় মাদলের সুরে এ বেহস্তে?