T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় সৌমেন দত্ত

মৃত্যু সেমিনার
কেউ দেখেনি কেউ শোনেনি ঐ কন্ঠের আর্তনাদ,
কেউ ছিলো না পাশে,কেউ রাখে নি খোঁজ, “ফিরছে না কেন? ” উন্মাদ।
ঘণ্টা বেজেছে শুধু ঘড়ির কাঁটায়,ওরা জোর করে পাড়িয়েছে ঘুম,
বিদ্ধকরণ পথে হেঁটেছি একাই আমি, শান্ত তবুও রেস্ট রুম।
জানতে পারতাম যদি শকুনি অপেক্ষায়,নিয়ে যেতে আমাকেই চাইছে,
ফিরতাম দূর্গা হয়ে পিশাচের রক্তে ভাসাতাম করিডর, উপায় আর কিছু নাই যে।
চলছে আন্দোলনের ঝড় দেশ জুড়ে প্রজাতির ডানা খুলে যায় নি বসে,
এখনও হয়নি কিছু, থেমো না তোমরা, ভক্ষকের ঘুমে বসাও চড় কষে।
চলো আজ হাতে হাত, দেশটা নয় তো কোন উন্মাদ ধর্ষকের,
হিসেব মিলিয়ে নিও সাক্ষ্য সবাই রব পাশে শুয়ে কোন এক শেষ দশকের।
তারপর আমি ঘুমোবো, আর থাকবো না চঞ্চল অশ্রুকণা নিয়ে বুকে,
কাঁদছে প্রতিবেশী, কাঁদছে উঠান,কাঁদছে মায়ের আঁচল দ্বিপ্রহর
শিকল ভাঙার গান শুনি না এ কেমন স্তব্ধ আজব শহর..?
সময় তোমায় ডাকছে সন্তানের মুখ চেয়ে,
আজ তুমি শান্ত নও চলো হাতে রেখে হাত অজস্র শব কাঁধে উত্তাল সাগরের মতো ধেয়ে।