T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় শুভজিৎ দাস

ইমরান ও জয়ী
দুজনাতে, আব্বা-আমি, খেয়া মোদের ভীষণ দামী
দাপিয়ে যেতাম তিস্তাটিকে, বছর চারেক আগে,
টুকরো হলো ভাতের ভাগ,
বাবু তোমাদের “জয়ী”ই থাক
সময় পেলে একটু এসো,
যদি ভালো লাগে।
সেলফি তোলো, ফুচকা খেয়ো একটুখানি ঘুরে যেও,
দিচ্ছি কথা, মুখের হাসি, থাকবে সবার সাথে।
তিরিশ টাকা এপার -ওপার,
দর করো না, যেন আবার!
আছি শীতে, আছি ঈদে, ভ্যালেন্টাইন-এ ও আছি,
জয়ী ও থাকুক, চলোনা বাবু, সবাই মিলে বাঁচি।