T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় সরমা দেবদত্ত

অমর একুশে
সেদিনের রক্তের দাগ আজও ফিকে হয়নি
বুকের ক্ষতটা আজও দগদগে
হঠাৎই স্তব্ধ হয়ে গেছে কলতান মুখর একটি ঝাঁক
হতবাক বসুন্ধরার বুকে উঠেছিল উত্তাল ঢেউ
কোন বাধ মানেনি সেদিন
ছেলে হারানো মায়ের দুই নয়নে গঙ্গা পদ্মার ধারা
প্রতিটি একুশে ফেব্রুয়ারি এসে মনে করিয়ে দেয় তার প্রতিশ্রুতি
এ আমার আত্মমর্যাদার দাবী
এ আমার স্বভাবের দাবী
এ আমার বাঁচার দাবী
এ আমার অস্তিত্বের দাবী
আমার ভাষা জাতির অহংকার
আমার ভাষা জাতির সাহিত্যের প্রাণ
আমার ভাষা আমার শিল্প সভ্যতা সংস্কৃতির প্রাণ
একুশে ফেব্রুয়ারি সচেতনতার আর এক নাম
একুশে ফেব্রুয়ারি দায়বদ্ধতার আর এক নাম
একুশে ফেব্রুয়ারি মুষ্ঠীবদ্ধ দৃপ্ত কণ্ঠ বীর
একুশে ফেব্রুয়ারি অটল সিদ্ধান্তে স্থির
একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রঙানো রাজপথ
কাঁটাতারের বেড়া ডিঙিয়ে একুশে ফেব্রুয়ারির স্বমহিমায় শাশ্বত ঘোষণা
বাংলা আমার মা
বাংলা ভাষা আমার এ দেহে প্রাণ।