T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় সায়ন্তন ধর

ভাষাদের বৈচিত্র্য আর মধুর মাতৃভাষা
এক ট্রেনের বগিতে টুকরো হয়ে ভাসছে কত ভাষা
দক্ষিণের তামিল, তেলেগু, ওড়িয়া
মাঝে বঙ্গের বাংলার কত না ডায়ালেক্ট
আর গন্তব্যে অসমীয়া ভাষার গুঞ্জন।
আমার সাথে চলেছে দুই শিশু বিজ্ঞানী
তাদের একজনের কন্ঠে সিকিমের নেপালি যেন
তিস্তার জলস্রোতের মতো টলটলে,
রিনিক ঝিনিক শব্দের ঢেউ মাতিয়ে রেখেছে পাহাড় গল্পে।
সত্যিই কি বিচিত্র আমার দেশ…
এত সব ভাষাকে একসূত্রে গাঁথছে হিন্দি
অথচ গল্পের মাঝে বাড়ি থেকে ফোন এলেই…
মাতৃভাষা… তুমি যে সকলের কাছে প্রিয়, বড় মধুর, একদম মায়ের মতো।