কাব্যানুশীলনে শিপ্রা দে
by
·
Published
· Updated
শেষের বেলা
যাচ্ছি চলে,ভুবন ছেড়ে পড়ে রইলো সব
একটু খানি সময় দিও যাবার আগে রব।
অসাড় হয়ে আসছে কেন দরকারি পা দুটো
কেউ জানে না ঘরে কোথায় কি আছে খড়কুটো!
পা দুটো আর এগোচ্ছে না জ্বরে ভীষণ কাবু
রান্নাঘরে হাতা খুন্তি খাচ্ছে হাবুডুবু।
জরুরী কথা বলার আছে হয়নি বলা আজ (ও)
গুছিয়ে দিয়ে যেতে হবে আছে অনেক কাজ (ও)
বারান্দাতে ফুলগুলোর নিও গো তুমি খোঁজ
একটুখানি জলের ছাঁট, যত্ন কোরো রোজ।
ওদের থেকে নাও গো যদি শুধু ফুলের ঘ্রাণ
ওদেরও যে শুকিয়ে যাবে আমার মতো প্রাণ।
পড়ে রইলো মাথার কাছে খাতা কলম কালি
কখনো যদি খুলেও দেখো দিওনা যেন গালি।
টাকা পয়সা,গয়নাগাঁটি নেবো না কিছু সাথে
একবারটি খালি হাতটা রেখো আমার হাতে।
যাবার আগে মাথার নীচে দেখে নিও একবার
কোথাও কিছু নিইনি তো কোনো জিনিস তোমার !
মাগো আমার ডাক পড়েছে ফুরিয়ে যায় বেলা
হোলো এবার সাঙ্গ মোর ভবের লীলা খেলা।
মায়া মোহের,ভালোবাসায় ছিল আপন জন
সবটুকুই উজাড় করে দিয়েছিলাম মন।
সাধের বাড়ি পড়ে রইলো,পড়ে রইলো ওই।
মাগো আমার আপনজন,বলো গো গেল কই?
চোখটা বুজে আসছে কেন শরীর নিস্তেজ
হাতটা যেন আর নড়ে না সাজাও ওগো সেজ।
কোথায় গেল ঠাকুর ঘর,দেড়শো খানা শাড়ি
ভেসে যাচ্ছে চোখের সামনে সাধের ঘরবাড়ি।
মাগো তোমার কোলের পরে রাখবে মাথা খানা?
হাত বুলিয়ে দেবে তো মা আমায় একটানা!
“ক্লান্তি আমায় ক্ষমা করো,ক্ষমা করো প্রভু”
“পথে যেতে যেতেই যদি পিছিয়ে পড়ি কভু”