কবিতায় সরমা দেবদত্ত

নেতাজী
নেতাজী মানে দেশপ্রেম
নেতাজী মানে বীর
নেতাজী মানে পরাধীনতা নয়
স্বাধীনতায় মনস্থির
নেতাজী মানে পরাক্রম
নেতাজী মানে সাহস
নেতাজী নামে লক্ষ লোকের
মনেতে জাগে তেজ
নেতাজী মানে দৃঢ়প্রতিজ্ঞ
নেতাজী মানে শক্তি
নেতাজী জানেন দেশসেবা মানে
জনগণের প্রতি ভক্তি
নেতাজী মানে ভারত ভাগ্যাকাশে
ঘুচাবে অমাবস্যা রাত
নেতাজী মানে ধ্রুবতারা ওই
দেশকে দেখাবে পথ
নেতাজী মানে ঘরছাড়া ওই
দুষ্টু দামাল ছেলে
নেতাজী মানে রক্ত চাই
স্বাধীনতা আনব বলে
নেতাজী মানে সাম্য আর
ঐক্যের সমন্বয়
নেতাজী মানে ইংরেজ শাসন
আর নয় আর নয়
নেতাজী মানে বৃটিশের শত্রু
চোখে চোখ রেখে চলা
নেতাজী মানে দেশমায়ের গলায়
পরাবে জয়ের মালা
নেতাজী মানে কঠিন আবরণে
সুপ্ত কোমল মন
জয়তু নেতাজী জন্মদিনে
করি সহস্র শ্রদ্ধাজ্ঞাপন