কবিতায় সম্রাট দে

এপিটাফ থ্রি
আকাশজোড়া কোঁচকান অন্ধকারে
শীতের ওমগুলোর কাছে
উষ্ণতা পাওয়া যায় বেশ।
তেলচিটে গন্ধ মেখে,লেপমুড়ি দিয়ে
শুয়ে-থাকা স্বপ্নের সাথে
খেলা করে কোমর দোলানো একদল হাঁস।
বুড়ো-শাপলার বোঁটা ঘেঁষে,
কুঁকড়ে থাকে ভোরের কচি বাতাস।
শেষ বসন্তের দুপুর ছোঁবে ব’লে
শুকনো কাশবনে রিনরিন ক’রে
বেজে ওঠে তাম্রযুগে হারিয়ে ফেলা
কোনও এক শীত-কোকিলের স্বর।
প্রান্তিক রেলস্টেশনে শুকোতে দেওয়া
রোদটুকু গুটিয়ে ধরাধরি ক’রে
কাঁপতে কাঁপতে নিয়ে যায়
লোলচামড়ার একজোড়া হাত।
দুধের শিশু পাশ ফিরে শোয়,
যার চোখ ঢেকে রাখা এককোদাল ঘুমে।