সাম্যের কবি গেয়েছো সর্বদা সাম্যের জয় গান
তোমা বিনা আজ সেই সমতা হয়ে গেছে খান খান
ধর্মের কারণে আজকের সমাজের এতো ভেদাভেদ
তোমা বিনা আজ কে হরিবে বলো মনের মাঝের খেদ
ধনী – গরীব এক হয়েছে শুনে তোমার গান
তোমার ডাকে এক হয়েছে হিন্দু – মুসলমান
তোমার আদর্শ থেকে সবাই চলে গেছে বহুদূর
আবারো সমাজে শান্তি ফেরাতে দরকার তোমার গানের সুর
সমাজের দূরাবস্থা দেখে আপন মনে ভাবি তাই
এই সমাজের হাল ফেরাতে কবি তোমাকে আবার চাই।