সম্পাদকীয়

মরুহিয়া
“খেয়ালের বশে হারাইলে পথ
এ মরুহিয়ার ’পরে;—
দাহন রসের গহন সাধন,
ঊষর তৃষার সজল স্বপন—
মরুমর্ম্মের মরীচিকা ধন
বন্ধু, তোমারি তরে।”
– যতীন্দ্রনাথ সেনগুপ্ত
সময়টা মরীচিকার… ঝকঝকে কালো পিচঢালা রাস্তা… হিউমিডিটি ৫০ এর নীচে… বৃষ্টির সম্ভাবনা শূন্য অথচ জল থৈ থৈ রাজপথ… কেঁপে কেঁপে ওঠে চলমান চিত্র… প্রতিফলন, প্রতিবিম্বের জটিল তত্ত্বের সহজ সরল দৃষ্টান্ত। এর মাঝে অরুণাচলের পাহাড়ি লাই নদীর তীর থেকে ব্রহ্মপুত্র ছুঁয়ে জলপাইগুড়ির তিস্তা পাড়ে এসেছি। তিস্তার হৃদয়ে মরুভূমির সাদা বালি… সেই মরুহিয়ার পাশ দিয়ে তির তির করে শীর্ণ জলধারা বইছে। স্রোতের বিপরীতে চলে যেতে হবে আমাকে। নতুন বছরে এখানে যখন কাল বৈশাখী হবে, তখন আমার ওখানে হবে বরদৈচিলা… শুভ নববর্ষে আবার নতুন কাব্য সৃষ্টি হবে। তেমনই কিছু নতুন সাহিত্য সঙ্গে করে নিয়ে এলাম সাহিত্য জোন এর অঙ্গনে। হে পাঠক… শুধু তোমারই জন্য।