কাব্যানুশীলনে শিপ্রা দে
by
·
Published
· Updated
মায়ের ভাষা
বাংলা আমার মায়ের ভাষা
প্রাণে স্পন্দন আনে
এই ভাষাতেই প্রথম বুলি
কথার অভিধানে।
বাংলা আমার গানের কথা
আবেগ কম্পন তানে
এই ভাষাতেই চির শান্তি
হৃদয় মনে প্রাণে।
মাতৃভাষার শব্দ মালা
বর্ণ মালা ঘেঁষে
এই ভাষাতেই ভাবনা রাশি
দুঃখ ব্যথা হেসে।
এই ভাষাতেই পাখ পাখালি
কিচির মিচির করে
নীল দিগন্তে উড়ে বেড়ায়
ঘুম ভাঙিয়ে ভোরে।
এই ভাষাতেই রবিঠাকুর
আর জীবনানন্দ
এই ভাষাতেই ভাটিয়ালি
বাউলের আনন্দ।
বিশ্ব ঘুরে পাইনি আমি
মায়ের ভাষার সেরা
বাংলা ভাষার লেখা ছন্দে
জীবন আমার ঘেরা।
এই ভাষাতেই লালন ফকির
মন কেমন করা গান
সংসার ত্যাগী উদাস বাউল
এই ভাষাতেই বাড়ায় মান
বাংলা আমার ভালোবাসা
অহংকার আর গর্ব
এই ভাষাতেই জন্ম আমার
এই ভাষাতেই মোরবো।
অকুতোভয় বীর বাঙালির
আত্মত্যাগের কথা
বাংলা ভাষায় জাল বুনেছে
অমর হৃদয় গাঁথা।
যেই শহীদের বলিদানে
মাতৃভাষা আনে
ফুলেল শ্রদ্ধা জানাই তাদের
ফেব্রুয়ারির দিনে।