কবিতায় সুমন দিন্ডা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
একাকী ছেলেবেলা
রোজ রাতে পাখার হাওয়ায় ঘুম পাড়াই ছেলেবেলাকে। সারাদিন সঙ্গে থাকে, নিশ্চুপ অবসরে মাথায় গুঁজে দেয় স্মৃতির নড়াচড়া। বাড়ির পুরানো গেট খুলে অতিথি আসে, খোলা বারান্দায় টেবিল সংসারে আড্ডা জমে যায়। স্নিগ্ধ বাতাসে ডিলিট হয়ে যায় দুঃখী ফাইলগুলো। পড়া ফেলে ছোটো ছোটো গল্পেরা উঁকি দেয়, বসে পড়ে কোল ঘেঁষে। সম্পর্ক বিস্তীর্ণ করে নেমে আসে মহাভারত সন্ধ্যা। ঘড়ির কাঁটা চলতে চলতে এখন এগিয়ে এসেছে মাইক্রো অবতারে। ফ্ল্যাট সাম্রাজ্যে অতিথি সৎকারের প্রয়োজন গেছে ফুরিয়ে। কে কার পাশে আলো জ্বেলে ছাদে উঠছে সে কেবল লিফট জানে। সিরিয়াল সন্ধ্যায় সন্দেহ বাড়তেই থাকে। দহন শেষে গল্পরা পাশ ফিরে ঘুমাতে যায়।
একা থাকা ছেলেবেলাকে আমিও ঘুম পাড়িয়ে রাখি। যাতে একা থাকার কষ্ট তাকে পেতে না হয়।