ধারাবাহিক রম্য রচনায় সংযুক্তা দত্ত – ১৩

স্বাধীনতা অর্থাৎ স্ব অধীন মানে নিজের অধীন।
মনটাকে নিজের অধীনে রাখা সোজা কথা নয় কিন্তু।
ম্যানেজমেন্ট কলেজের নবীনবরণ উৎসব। উৎসবটা যদিও সিনিয়ররাই করছে তবুও আমাদের ও বলল যদি আমরা যোগদান করতে চাই। যেখানে আমি ও তানিয়া রয়েছি সেখানে নাচ না করে কী করে থাকা যায়?
দুটো নাচ ঠিক করলাম। বলাই বাহুল্য একখানা তার মধ্যে রবীন্দ্র সঙ্গীত আর একখানা সেই সময় অতি জনপ্রিয় ডালের মেহেদীর গান।
তা সেই অনুষ্ঠান তো শুরু হল বেশ জাঁকজমক করে।
আমাদের রবীন্দ্র নৃত্যও বেশ নির্বিঘ্নে মিটে গেল।
কিছুক্ষণ পর যখন আমাদের পাঞ্জাবি ফোক ফিউশন হচ্ছে,তখন দেখি স্টেজে অতি উৎসাহি কয়েকজন সিনিয়র উঠে পরে নাচতে শুরু করে দিয়েছে। আমরা তো খুব রেগে গেছি, এত কষ্ট করে কোরিওগ্রাফি করা নাচ এরা বেশ ফাঁকতালে আমাদের স্টেপ করতে লেগেছে। কিন্তু ওই আর কী সিনিয়রদের বেশি কিছু বলা যায় না।
তারপর অবশ্য রাগ একদম গলে জল হয়ে যায় যখন আমি” মিস কলেজ “এর এ্যাওয়ার্ডটা জিতি। সেই গল্প আর একদিন হবে।
শুরুতে যেটা বলেছিলাম, মনটা সেদিন আমাদের অধীনে রাখতে হয়েছিল, খুব রাগও হয়েছিল আমাদের পারফরম্যান্সের গুরুত্ব না রাখার জন্য। কিন্তু আজ এই ভেবে আনন্দ হয় যে আমাদের নাচটা ততটাই মাতিয়ে তুলেছিল জনতাকে তাই জন্য তারা মনের আনন্দে আমাদের সাথে তাল মিলিয়েছিল।
তাই প্রতিটা বয়সের সাথে সাথে স্বাধীনতার বোধটাও পাল্টায়।