ক্যাফে কাব্যে শিপ্রা দে

বৈশাখী সম্ভাষণ
মাঠের সোনালী ধানে কোকিলের কুহুতানে
আজকে তোমার আমন্ত্রণ।
মাধবী লতার শাখে বিটপি পাতার ফাঁকে
বৈশাখীর মুগ্ধ সম্ভাষণ।
সবুজের সমারোহে ভালোবাসা মায়ামোহে
জোছনা মেখো এই উঠোনে
চাঁদের মাদুর পেতে মুখোমুখি এই রাতে
নকশী কাঁথা মনের কোণে।
তৃষ্ণার্ত কাক দুপুরে নির্জন এক পুকুরে
চৈতালীর শেষ দিন গোনে
নবপল্লবের ফাঁকে হলুদ পাখির ডাকে
নতুনের নব গান শোনে।
টিনের ছাউনি ঘরে কালবৈশাখীর ঝড়ে
উড়ে যাক যত আবর্জনা
এসো প্রিয় এই দিনে নিঃসঙ্কোচ দ্বিধা বিনে
তোমায় জানাই অভ্যর্থনা।
ধূসর ধুলির মতো পুরাতন হয় গত
নতুনের করি অণ্বেষণ
অতীত পুরানো স্মৃতি আনুক নতুন গীতি
মুছে ফেলে সব আস্ফালন।
আজকে এই প্রত্যুষে নতুন করে এই বরষে
উদিত রবির স্নিগ্ধ আলো।
জীবন দ্বারে দাঁড়িয়ে আঁধার রাত সরিয়ে
ঘুচাও যতো মনের কালো।
ধুয়ে যাক মলিনতা ঝরে যাক জরা পাতা
আসুক প্রাণে খুশির মেলা
তোমার কোমল স্পর্শে নতুন দিনের হর্ষে
শুরু করি আগামীর খেলা।
আকাশের নব ঢঙে রামধনু সাত রঙে
নতুন করে সংকল্প বাঁধ
এলোমেলো এক বৃষ্টি নিয়ে এসো নব সৃষ্টি
ধুয়ে দাও যতো অপরাধ
গন্ধরাজের সুবাসে এসো বন্ধু মধুমাসে
বাঁশ মাচায় ঝিঙের ফুলে
ধূসর অতীত বেলা উপোসী রাতের খেলা
দুঃখ যন্ত্রণা বেদনা ভুলে।
বিষাদের কালো মেঘ যতো যন্ত্রণা আবেগ
খুঁজে নিক জীবনের মানে
এসো বন্ধু আমন্ত্রণে আজিকার অন্য মনে
জীবনের নব জয়গানে।