কাব্যানুশীলনে সুনীতি দেবনাথ

কনসেনট্রেশন ক্যাম্প
অনেক কিছু বোধের অন্তরালে মায়াবী ছায়ার মতো ঝিম ধরে শুয়ে থাকে।
কিছু কিছু বলে ফেলতে ইচ্ছে করে শব্দ দিয়ে কবিতার মতো উচ্চারণ করে।
এই সেদিন অনুভবে যা এলো ঠিক স্বচ্ছ স্পষ্ট স্ফটিক স্ফুলিঙ্গ হয়ে
তোমাদের দিকে তাকিয়ে নিঃসঙ্গ উচ্চারণে বলে ফেলবো ভাবছিলাম,
বিশ্বাস করো সত্যিই ভাবছিলাম
দেশটা আমার এখনো অনেক দেশ থেকে ভালো,
বলার আগে মক্সো করছিলাম ঠিক কিভাবে বলবো।
তারপর
মনের ভেতরে চৌখুপি এক ঘরে কথাদের নিঃশব্দে সাজিয়ে ফেললাম…
এবার দেশের পেটের ভেতরকার বিদেশের গোপন ব্যাংক নম্বর থেকে
সকল কালো টাকা ঘুষের টাকা পরিষ্কার করি
‘ মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদেয় কর ‘…
একথা বলার জন্য উসখুস করছি,
কিন্তু রাত পোশাকে ডিমনিটাইজেশন,
উল্লসিত প্লাবিত জনগণ স্বচ্ছ ভারত খেলিবে মৃদু পবনে,
আমার বলার আগে এরপর কি হল
তা খোলা বইয়ের পাতা,
অনলাইনের বিজলী চমক
বিনা মাইনেয় মাসের পর মাস যা আগে দেখিনি,
চলছে চলবে কবিতা নাচবে কত বলবো?
আশ্চর্য প্ল্যানিং-এ কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লেগেই থাকে,
হিসেবটা রাখতে পারিনি মৃতদের মধ্যে জঙ্গি বেশি না জওয়ান
জয় ভারত বলবোই …
আর কিছু তো বলা হল না,
আমার ভেতরে এক কনসেনট্রেশন ক্যাম্প,
বাইরে বিশাল আরেক।