সম্পাদকীয়

স্বাধীনতা
আজ ১৫ই অগাস্ট ২০২৪,আমাদের দেশ ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকাকে করি অভিবাদন, স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের জানাই অন্তরের শ্রদ্ধা ও যথাযোগ্য সম্মান।
স্বাধীনতা শব্দটির আক্ষরিক অর্থ নিজের অধীনতা বা মুক্তি। এর অন্তর্নিহিত অর্থ যথেষ্ট গভীর, যা স্বাধীন চিন্তা ও চেতনা, স্বাধীন কর্ম, স্বাধীন মননের অধিকার অর্জন করাকেই বোঝায়।
মানুষ যে জন্মগতভাবেই দেহ ও মনে মুক্তিকামী। মুক্তির অভাবই পরাধীনতা। শূণ্য থেকে পূর্ণ হবার বাসনা তার চিরকালীন। সকল রকম বন্ধন ছিন্ন করার লক্ষ্যেই তার অনন্ত ছুটে চলা। আর এই পথচলাতেই কখনও অজান্তে ছন্দপতনও ঘটে যায়। কেটে যায় জীবনের সুর, তাল, লয় আর তখনই আসে দ্বন্দ্ব। দ্বন্দ্বের কারণ বিশ্লেষণ করলে একটি শব্দই পাওয়া যায়, তা হলো “অধীনতা”… এই শব্দটি ঋণাত্মক বা নেতিবাচক। যেখানে আলো নয়, অন্ধকারে অর্থাৎ নিরাশায় নিমজ্জিত হয় মন। ঠিক তেমনই স্বাধীনতা অর্থাৎ মন যখন নিজ ভাবনার অধীন তখন সে মন দূর আকাশে আনন্দের সন্ধানে আলোর পাখি হয়ে বাধাহীন ভাবে উড়ে যেতেই পারে। মৃদুমন্দ বাতাসের কম্পনরূপ স্বাধীনতার আলো জরাজীর্ণ জীবনতরীর পালেও চলার ছন্দ জাগিয়ে তোলে। মুক্তবন্ধনে বিশ্ববিহারও সম্ভব তখন। সুদূর আকাশ, সুমহান পৃথিবী সুনীল সাগর সবই তখন হাতের মুঠোয়। কোন কিছুই অতলস্পর্শী নয়।
যতোই বাঁধা পড়ো না কাজের ডোরে তোমার শুধু চাই একটা অলিন্দ, নইলে নিদেনপক্ষে একটা খোলা জানালা যার মধ্য দিয়ে বাতাসে ভেসে আসা দূর আকাশের আলোর বাণী যা বয়ে আনতে পারে স্বাধীনতার উদ্দীপনা, সে উদ্দীপনা তোমার কর্ণকুহরে প্রবেশ করবে আর স্থাপিত হবে তোমার প্রাণের সাথে আকাশের সংযোগ। ভবের হাটের কোলাহল থেকে অনেক দূরে অবস্থান করবে মুক্ত সে মন তোমার।
টেক টাচ টকের সাহিত্য জোনের এই সংখ্যায় প্রকাশিত হলো কবি ও সাহিত্যিকদের স্বাধীনতা, স্বাধীনতা হীনতা, রবীন্দ্রনাথ ও সমসাময়িক বিষয়গুলি নিয়ে কবিতা, গল্প ও প্রবন্ধ।
সায়ন্তন ধর