T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় স্মরজিৎ দত্ত

অবক্ষয়ের সংকেত
যা দেবী সর্বভূতেষু
শক্তিরুপেন সংস্থিতা।
নমস্তেসৈ নমস্তেসৈ
নমস্তেসৈ নমোঃ নমোঃ।
মাগো তুমি শক্তিময়ী
মাগো তুমি বল দাত্রী মা।
তোমার বলেই জগত সৃষ্টি
তোমার গর্ভেরই মোরা সন্তানেরা।
পৃথিবী আমার মাতৃভূমি
আমার জন্মভূমি মা।
দশ মাস দশ দিনে গর্ভে ধারণ
সেই আমার জন্মদাত্রী মা।
মাগো তুমি আমার সুখের কুঁড়ি
তুমিই আমার দুখের পরিত্রাতা।
মাগো তোমার বলেই বলিয়ান হয়ে
আমার জীবন জয়যাত্রা।
সেই মা-ই আজ লুণ্ঠিত দেশে,
হারায় নিজের লজ্জা।
আইনের মার প্যাঁচে খেলে
লজ্জা লুন্ঠিত আজ মুক্ত স্বাধীন চেতা।
আদি কালের পৃথিবীতে
দেব অসুরের লড়াই
তাতেও মা যে তুমি ছিলে
পরিত্রাতার একমাত্র বড়াই।
সেই মা আজ লুন্ঠিত কেন
নেই কেন সেই সম্মানই
তবে কি মা এটাই কি সেই
অবক্ষয়ের সূচনা সংকেতই!